PM Modi Haldia Visit: 'বাংলার রান্নাঘরে পাইপ লাইনের মাধ্যমে কম দামে গ্যাস পৌঁছে যাবে,' হলদিয়ায় বললেন মোদি
Continues below advertisement
হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। তিনি বলেন, 'নতুন প্রকল্পে হলদিয়ার ছবিটাই বদলে যাবে। এক দেশ এক গ্যাস গ্রিড-এর প্রয়োজন রয়েছ। নতুন প্রকল্পে পূর্ব ভারতের আর্থ সামাজিক ছবি বদলে যাবে। আমদানি-রফতানির ক্ষেত্রে হলদিয়ার গুরুত্ব বাড়বে। নতুন গ্যাস পাইপ লাইনের ফলে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডের দশটি জেলা সরাসরি লাভবান হবে। বাংলার একাধিক জেলার রান্নাঘরে পাইপ লাইনের মাধ্যমে কম দামে গ্যাস পৌঁছে যাবে।'
Continues below advertisement
Tags :
PM Modi In Haldia PM Modi Haldia Visit Haldia West Bengal West Bengal Elections With ABP Ananda ABP Ananda LIVE Haldia Abp Ananda PM Narendra Modi PM Modi Narendra Modi West Bengal Elections 2021