কর দিতে হবে না, যেখানে দাম বেশি সেখানেই ফসল বিক্রির স্বাধীনতা পাবে কৃষক: প্রধানমন্ত্রী

Continues below advertisement
নরেন্দ্র মোদি:  নতুন আইন স্বাধীনতা দেবে কৃষকদের। যেখানে ফসলের দাম বেশি পাবেন, সেখানেই বেচবেন তাঁরা। কৃষকদের জন্য এই আইন হবে ঐতিহাসিক। ফসলের বিক্রির উপর লাগবে না কোনও কর। বুঝতে হবে কয়েকজনের নতুন আইন নিয়ে কেন অসুবিধা? কোনওসময়েই কৃষক মান্ডি বন্ধ করা হবে না। এই আইন কৃষক মান্ডির বিরুদ্ধে নয়। বরং কৃষক মান্ডির আধুনিকীকরণ করবে নতুন আইন। কৃষক মান্ডি বন্ধ হয়ে যাওয়ার প্রচার ঠিক নয়। এই আইনে মধ্যস্বত্বভোগীরা বিলুপ্ত হবে। এর ফলে সরাসরি কৃষকের কাছে ব্যবসায়ীরা পৌঁছবেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram