দিল্লিতে ধৃত আইএস জঙ্গির দুই সঙ্গী আটক উত্তরাখণ্ড থেকে
Continues below advertisement
উত্তরাখণ্ডের বলরামপুর থেকে আটক দিল্লিতে ধৃত আইএস জঙ্গির দুই সঙ্গী। গতকাল দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ এসটিএফ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ধৃত আইএস জঙ্গি আবু ইউসুফের সহযোগী সন্দেহে দু’ জনকে আটক করা হয়। এদের জিজ্ঞাসাবাদ করে চক্রের জাল কতদূর বিস্তৃত তার সন্ধান চালাচ্ছে পুলিশ।
Continues below advertisement