মোদির রাত ৯টার কর্মসূচি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা
Continues below advertisement
ট্যুইট করে আজ রাত ৯টার ৯ মিনিটের কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধীদের অভিযোগ, করোনা সংক্রমণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার বদলে শুধু চমক দিতে ব্যস্ত প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা শশী তারুরের ট্যুইট, "প্রধান শো-ম্যানের কথা শুনলাম। কিন্তু সাধারণ মানুষের যন্ত্রণা আর আর্থিক দুরবস্থা কীভাবে ঘুচবে, তা নিয়ে একটা কথাও বললেন না।" সূর্যকান্ত মিশ্রের ট্যুইট, "বাংলার মানুষ কি এই দুর্যোগের সময় এসব মেনে নেবেন?"
Continues below advertisement
Tags :
Lighting Lamp Amit Shah Tweet Surjya Kanta Mishra Narendra Modi Tweet Modi Tweet Shashi Tharoor Abp Ananda Lockdown PM Narendra Modi Covid-19 Amit Shah