৩০০-র বেশি সংস্থায় তৈরি হচ্ছে পিপিই, জোর অনলাইন শিক্ষাতেও: অর্থমন্ত্রী
Continues below advertisement
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘করোনা মোকাবিলায় ৭ দফা পদক্ষেপ করছে কেন্দ্র। এর জন্য প্যাকেজে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। দেশে ৩০০-র বেশি পিপিই তৈরির সংস্থা গড়ে উঠেছে। ৫১ লক্ষ পিপিই কিট সরবরাহ করা হয়েছে।' পাশাপাশি ভাবা হচ্ছে পড়ুয়াদের দিকটিও। অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস ইতিমধ্যেই শুরু হয়েছে। ডিটিএইচ পরিষেবার মাধ্যমে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। নতুন ১২টি চ্যানেলের মাধ্যমে ই-পাঠশালার ব্যবস্থা।’
Continues below advertisement
Tags :
Union Finance Minister Atmanirbhar Bharat Package Economic Package Coronavirus In India Education Abp Ananda Nirmala Sitharaman