‘ধর্মের কথা বলা সরকার এক বাবাকে নির্যাতিতা মেয়ের শেষকৃত্য পর্যন্ত করতে দিল না’, আক্রমণ প্রিয়ঙ্কা গাঁধীর
রাহুল গাঁধীর ওপর উত্তরপ্রদেশ পুলিশের আক্রমণ ও গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক কংগ্রেসের। আমাদের সঙ্গে যা করছে করুক, কিন্তু উত্তরপ্রদেশ সরকার নির্যাতিতার পরিবারের সঙ্গে যা করছে তা নিন্দনীয়। যে সরকার ছোট থেকে ছোট ঘটনায় ধর্মের কথা বলে, সেই সরকার একজন বাবাকে তাঁর মেয়ের শেষকৃত্যটুকু পর্যন্ত করতে দিল না, প্রতিক্রিয়া প্রিয়ঙ্কা গাঁধীর। উত্তরপ্রদেশে হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নারকীয় অত্যাচার ও পরে তাঁর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন। রাহুল এবং প্রিয়ঙ্কার হাথরস যাওয়ার পথে বাধা দেয় পুলিশ। রাহুলকে ধাক্কা পুলিশের। পড়ে যান রাহুল গাঁধী। তাঁদের ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। উত্তরপ্রদেশে ঢোকার আগেই নয়ডার ডিএনডি সেতুতে প্রথমে পথ আটকায় পুলিশ। এরপর আবার যমুনানগরেও আটকানো হয় তাঁদের গাড়ি। শেষপর্যন্ত পায়ে হেঁটে হাথরসের উদ্দেশে রওনা দেন রাহুল এবং প্রিয়ঙ্কা। পড়ে তাঁদের গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।