দিল্লির জাফরাবাদে মেট্রো স্টেশনের সামনে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, সামিল হাজারের বেশী মহিলা
Continues below advertisement
দিল্লিতে ফের CAA-র বিরুদ্ধে প্রতিবাদ। জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ। গতকাল রাত থেকে মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাজারেরও বেশি মহিলা। অবরুদ্ধ হয়ে পড়ে সিলামপুর-মৌজপুর ও যমুনা বিহারের সংযোগকারী রাস্তা। সকালেও চলছে প্রতিবাদ অবস্থান। বিক্ষোভকারীরা মঞ্চ তৈরির চেষ্টা করায় পুলিশ বাধা দেয়। পাশাপাশি, নিরাপত্তার কারণে আজ সকাল থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়েছে। যান নিয়ন্ত্রণও করা হচ্ছে। আজ সকালে জাফরাবাদ রোড থেকে রাজঘাট পর্যন্ত মিছিল করার কথা প্রতিবাদীদের। মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন আধা সামরিক বাহিনী।
Continues below advertisement