কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব বনধের ডাক ৩১টি কৃষক সংগঠন, কোভিড-বিধি মেনে শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন মুখ্যমন্ত্রীর

Continues below advertisement
কৃষি বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে কর্মসূচির ডাক অল ইন্ডিয়া কৃষক সভা এবং অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির। বিক্ষোভের আঁচ সবথেকে বেশি পঞ্জাব-হরিয়ানায়। পঞ্জাব বনধের ডাক দিয়েছে ৩১টি কৃষক সংগঠন। গতকাল থেকেই পঞ্জাবে কৃষি বিলের প্রতিবাদে ৩ দিনের রেল রোকো কর্মসূচি শুরু করেছেন কৃষকরা। আজ সকাল থেকে অমৃতসরে রেললাইনে বসে পড়ে বিক্ষোভ দেখান কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা। জলন্ধরে অমৃতসর-দিল্লি জাতীয় সড়ক অবরোধ। এই পরিস্থিতিতে ২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্জাবের বিভিন্ন রুটে ১৪ জোড়া বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে। কোভিড-বিধি মেনে শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহর। পঞ্জাবের পাশাপাশি, বিহারের দ্বারভাঙা ও কর্ণাটক-তামিলনাড়ু জাতীয় সড়কেও অবরোধ। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram