আর্থিক প্যাকেজের নামে কার্যত বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার ব্যবস্থা করে মানুষের সঙ্গে প্রতারণা করল, দাবি সুজন চক্রবর্তীর
Continues below advertisement
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এবার বেসরকারিকরণের পথে কেন্দ্র। বেসরকারিকরণের দরজা খুলে দিলেন নির্মলা সীতারমণ। একই ক্ষেত্রে একাধিক সরকারি সংস্থা আর নয়। কৌশলগত ভাবে চিহ্নিত করা হবে সরকারি ক্ষেত্রগুলিকে। নির্দিষ্ট ক্ষেত্রে ৪টির বেশি সরকারি সংস্থা নয়। স্ট্র্যাটেজিক সেক্টরে অন্তত একটি সংস্থা থাকবে সরকারের হাতে। বাকিগুলিতে বেসরকারি বিনিয়োগের অনুমোদন। ব্যাঙ্কের মতো সংস্থাগুলির সংযুক্তিকরণ করা হবে। প্রশাসনিক খরচ কমাতেই এই সিদ্ধান্ত, জানালেন সীতারমণ। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন, করোনা বিপর্যয়ে মানুষকে কীভাবে বাঁচানো হবে সেই আর্থিক প্যাকেজের নামে কার্যত বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার ব্যবস্থা করে মানুষের সঙ্গে প্রতারণা করল।
Continues below advertisement
Tags :
Public Sector Enterprise Policy Nirmala On Privatization FM Nirmala Siutharaman Live 20 Lakh Crore Package Sujan Chakraborty Atmanirbhar Bharat Abhiyan ABP Live Abp Ananda