ঘণ্টায় গতিবেগ ২,২২২ কিমি, দিনে ৫ বার অপারেশনে যেতে পারে ফরাসি যুদ্ধ বিমান রাফাল
Continues below advertisement
ভারতীয় বায়ুসীমায় প্রবেশ করল যুদ্ধবিমান রাফাল। কিছুক্ষণের মধ্যে পৌঁছবে হরিয়ানার আম্বালা এয়ারবেসে। প্রথম দফায় এদিন ভারতে আসছে পাঁচটি যুদ্ধবিমান। সোমবার ফ্রান্স থেকে পাঁচটি রাফাল নিয়ে ভারতের উদ্দেশে রওনা দেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা। ৭০০০ কিলোমিটার পথ পেরিয়ে আজ দুপুরে আম্বালা এয়ারবেসে নামার কথা। পাঁচটি জেটের মধ্যে তিনটি এক আসন ও দুটি দুই আসনবিশিষ্ট। মাঝআকাশে জ্বালানি ভরার পর, জেটগুলি একবারই থেমেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। অবতরণের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এয়ারবেস সহ আশপাশের এলাকা। ছবি তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ। বায়ুসেনা ঘাঁটির তিন কিলোমিটারের মধ্যে ব্যক্তিগত ড্রোন ওড়ানোতেও নিষেধাজ্ঞা জারি। এয়ারবেসের আশপাশের গ্রামগুলিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
Continues below advertisement
Tags :
Rafale Fighter Jet Features Ambala Air Base Indian Air Force Rafale Rafale Fighter Jet Rafale Jet Rafale Fighter