'অর্থনীতিকে স্বাবলম্বী করতে হলে কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দিতে হবে' ‘আত্মনির্ভর ভারত’ তত্ত্বের সমালোচনা করে বললেন রঘুরাম রাজন
Continues below advertisement
নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ তত্ত্বের সমালোচনা করলেন রঘুরাম রাজন। ট্যুইটারে তিনি লিখেছেন, আত্মনির্ভর ভারতের উদ্দেশ্য হল দেশের মানুষের মনে আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলা। ভারতের জনসংখ্যার ৫০ শতাংশই কৃষিনির্ভর কাজের সঙ্গে যুক্ত। অর্থনীতিকে যদি স্বাবলম্বী করতে হয় তাহলে কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দিতে হবে। দ্বিতীয় মোদি সরকারের প্রথম বছরে তা করা হয়নি।
Continues below advertisement
Tags :
Raghuram Rajan Criticized. PM Modi Economy Of India Atmanirbhar Bharat Raghuram Rajan Abp Ananda Coronavirus