'পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হেফাজতে থাকবেন রাহুল', জানাল উত্তরপ্রদেশ পুলিশ
Continues below advertisement
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত হেফাজতেই থাকবেন রাহুল গাঁধী, জানানো হল উত্তরপ্রদেশ পুলিশের তরফে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। উত্তরপ্রদেশে হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নারকীয় অত্যাচার ও পরে তাঁর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন। রাহুল এবং প্রিয়ঙ্কার হাথরস যাওয়ার পথে বাধা দেয় পুলিশ। রাহুলকে ধাক্কা পুলিশের। পড়ে যান রাহুল গাঁধী। তাঁদের ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। উত্তরপ্রদেশে ঢোকার আগেই নয়ডার ডিএনডি সেতুতে প্রথমে পথ আটকায় পুলিশ। এরপর আবার যমুনানগরেও আটকানো হয় তাঁদের গাড়ি। শেষপর্যন্ত পায়ে হেঁটে হাথরসের উদ্দেশে রওনা দেন রাহুল এবং প্রিয়ঙ্কা। পরে তাঁদের গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।
Continues below advertisement
Tags :
Rahul Gandhi Arrested Hathras Gang Rape Case ABP Ananda LIVE Up Police Priyanka Gandhi Abp Ananda Rahul Gandhi Congress