জল্পনার অবসান, দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দিলেন রাজীব সহ একাধিক তৃণমূল প্রাক্তনী

Continues below advertisement
বাংলার রাজনীতিতে নজিরবিহীন দৃশ্য। দল বদল করতে চার্টাড ফ্লাইটে করে দিল্লি উড়ে যাচ্ছেন নেতা নেত্রীরা।  রাজীব বন্দ্য়োপাধ্যায় (Rajib Banerjee), বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), রথীন চক্রবর্তী (Rathin Chakraborty), প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), রুদ্রনীল ঘোষদের (Rudranil Ghosh) দিল্লি যাত্রাতে এমনই নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকলেন বঙ্গবাসী। তাঁদের নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। তবে শুক্রবারই পরিষ্কার হয়ে যায় বিজেপিতে যোগদানের কথা। সেই মতো প্রস্তুত হয় যোগদান মেলার মঞ্চও। ঠিক ছিল অমিত শাহের হাত ধরেই দল বদল হবে। কিন্তু শুক্রবার দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের জেরে সফর বাতিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram