আর্থিক বৃদ্ধির হার নিয়ে আরবিআইয়ের পূর্বাভাস ভিত্তিহীন, মত অভিরূপ সরকারের
Continues below advertisement
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের আর্থিক বৃদ্ধির হার নিয়ে পূর্বাভাস ভিত্তিহীন বলেই মনে করেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তাঁর কথায়, করোনার পর দেশের পরিস্থিতি কী হবে কেউ জানে না। তাই ২০২১-২২ অর্থবর্ষে আদৌ বৃদ্ধির হার যে ৭.৪ হবে, তার নিশ্চয়তা কোথায়? পাশাপাশি, সরকারের বদলে আরবিআই কেন আর্থিক প্যাকেজ ঘোষণা করছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
Continues below advertisement
Tags :
Fiscal Year Baseless Prediction Post Corona Abhirup Sarkar Economist Shaktikanta Das Prediction Corona Virus Corona Rbi Governor Economy GDP Abp Ananda RBI India