Rhea Chakraborty Gets Bail: এক মাস কাটল জেলে, ভাইকে ছাড়াই জামিনে মুক্ত হলেন রিয়া চক্রবর্তী
Continues below advertisement
মাদক মামলায় এক মাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী। এই দিন ১ লক্ষ টাকার ব্যাক্তিগত বন্ডে রিয়াকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট। আদালতের নির্দেশ ১০ দিন অন্তর থানায় হাজিরা দিতে হবে রিয়াকে। জমা রাখতে হবে অভিনেত্রীর পাসপোর্ট। আদালতের নির্দেশ তদন্তকারী অফিসারকে না জানিয়ে রিয়াকে গ্রেটার মুম্বই না ছাড়ার নির্দেশ বোম্বে হাইকোর্টের। পাশাপাশি রিয়ার ভাই সৌভিকের জামিনের আর্জির আবেদন খারিজ করে দিয়েছে বোম্বে হাই কোর্ট। সুশান্ত মৃত্যু তদন্তে মাদক যোগে ৮ই সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। আজ পাঁচ অভিযুক্তের মধ্যে রিয়া ছাড়া জামিন পান স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্ত।
Continues below advertisement