প্রয়োজনে ইউজিসি-র সঙ্গে আলোচনা করে পরীক্ষার দিন পিছোতে পারে রাজ্য, কিন্তু বাতিল নয়: সুপ্রিম কোর্ট
Continues below advertisement
বিশ্ববিদ্যালয়ের শেষ সিমেস্টারের ফাইনাল পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে। আজ পরীক্ষা বাতিলের আবেদন নিয়ে মামলায় এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরীক্ষা নিয়ে ইউজিসি-র নির্দেশিকা বাতিলের যে সব আবেদন জমা পড়েছিল, তা খারিজ করেছে সর্বোচ্চ আদালত। বরং বহাল রেখেছে ইউজিসির নির্দেশিকা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও রাজ্য বিপর্যয় মোকাবিলা আইনে পরীক্ষা পিছোতে চাইলে ইউজিসি-র সঙ্গে আলোচনা করে তা করতে পারে। তবে দিন পিছোলেও পরীক্ষা নিতেই হবে। কোনও পড়ুয়াকে পরীক্ষা ছাড়া পরবর্তী স্তরে প্রমোশন দেওয়া যাবে না। গত ৬ জুলাই পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশকা জারি করেছিল ইউজিসি। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কয়েকজন পড়ুয়া সুপ্রিম কোর্টে আবেদন জানায়। সেই মামলার প্রেক্ষিতেই আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
Continues below advertisement