উত্তর ভারতে তুষারপাত, বরফের চাদরে ঢাকল কেদারনাথ
Continues below advertisement
নভেম্বরের মাঝামাঝি দেশের কয়েকটি রাজ্য শীতে জবুথবু। শুরু হয়েছে তুষারপাত। পীরপঞ্জালে তুষারপাতের বন্ধ জন্য দিল্লির মুঘোল রোড। উত্তরাখণ্ডের চামোলি ও সিমলাতেও তুষারপাত হয়েছে। বানিহালে বরফ পড়ার জন্য শ্রীনগরে ৪৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। বরফের সাদা চাদড়ে মুড়েছে কেদারনাথও।
Continues below advertisement