সূর্যগ্রহণে কাবু হবে করোনা! গ্রহণ নিয়ে বিজ্ঞান ও জ্যোতিষ তত্ব, জানুন সত্যিটা কী?
সূর্যগ্রহণের সময় কি খাবার খেলে ক্ষতি হয়? গ্রহণ কি করোনা ভাইরাসকে কাবু করবে? এরকম অনেক জল্পনা, গুজব, প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। কোনও কোনও জ্যোতিষীর দাবি, সূর্যগ্রহণে কাবু হবে করোনা। যদিও বিজ্ঞানীরা জানাচ্ছেন, করোনার সঙ্গে সূর্যগ্রহণের কোনও সম্পর্ক নেই। কেন্দ্রের তরফে নির্দেশিকাতেও বলা হয়েছে, সূর্যগ্রহণের সময় খাবার খেলেও বিপদের কোনও আশঙ্কা নেই।
Tags :
Scientific Theory Coronaavirus Superstition ABP Live Solar Eclipse 2020 Abp Ananda Annular Solar Eclipse