নাগরিকত্ব আইন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে আজ সনিয়ার ডাকে বিরোধী দলগুলির বৈঠক, অনুপস্থিত মমতা, মায়াবতী, কেজরীওয়াল
Continues below advertisement
আসন্ন বাজেট অধিবেশনে নাগরিকত্ব আইন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠক। আজ দুপুরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকা বৈঠকে ১২টি দলের থাকার সম্ভাবনা। থাকবেন সিপিএম ও সিপিআইয়ের প্রতিনিধিরা। তবে এই বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবে না মায়াবতীর বহুজন সমাজ পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কংগ্রেসের দাবি, বৈঠকে থাকবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। জেএনইউকাণ্ডে ইতিমধ্যেই উপাচার্যের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। এই ইস্যুতে বাকি দলগুলিকে পাশে পেতে বৈঠকে আলোচনা হতে পারে বলে কংগ্রেস সূত্রে খবর।
Continues below advertisement