কেন্দ্রীয় সরকার কতটা নির্বোধ হলে অর্ধাহারে থাকা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায় করতে পারে! আক্রমণ সুব্রহ্মণ্যম স্বামীর
Continues below advertisement
পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায় নিয়ে ট্যুইটারে কেন্দ্রকে দুষলেন সুব্রহ্মণ্যম স্বামী। ট্যুইটারে বিজেপি সাংসদ লিখেছেন, কেন্দ্রীয় সরকার কতটা নির্বোধ হলে অর্ধাহারে থাকা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায় করতে পারে! বিদেশে আটকে পড়া ভারতীয়দের নিখরচায় দেশে ফিরিয়ে এনেছে এয়ার ইন্ডিয়া। রেল যদি ট্রেন ভাড়া মকুব করতে না পারে, তাহলে পিএম কেয়ার্স ফান্ড থেকে কেন সেই টাকাটা মিটিয়ে দিচ্ছে না? এরপরই ফের ট্যুইট করে স্বামী দাবি করেন, পীযূষ গোয়েলের অফিসের সঙ্গে কথা হয়েছে। বিনা খরচে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ট্রেন ভাড়ার ৮৫ শতাংশ দেবে কেন্দ্র, বাকি ১৫ শতাংশ খরচ দেবে রাজ্য সরকার। খুব শীঘ্রই বিবৃতি প্রকাশ করবে রেল মন্ত্রক।
Continues below advertisement
Tags :
Modi Lockdown PM Cares Indian Rail Migrant Workers Corona Subramanian Swamy Tweet Abp Ananda India Central Government Covid-19 BJP Railway