নাগপুর বেঞ্চের বিচারক Pushpa Ganediwala-র স্থায়ী বিচারপতি পদের সুপারিশ খারিজ করল সুপ্রিম কোর্ট
Continues below advertisement
পকসো মামলায় স্কিন টু স্কিন তত্ত্ব। 'নাবালিকার হাত ধরে টনা এবং প্রকাশ্যে প্যান্টের জিপ খোলা যৌন নির্যাতন নয়।' বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালার একের পর এক রায় দেশজুড়ে শোরগোল। সূত্রের খবর, এই প্রেক্ষিতে স্থায়ী বিচারপতি পদে তাঁর নিয়োগের সুপারিশ ফিরিয়ে নিল সুপ্রিমকোর্টের কলেজিয়াম। বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা বর্তমানে নাগপুর বেঞ্চের বিচারপতি। বম্বে হাইকোর্টে স্থায়ী বিচারপতি পদে তাঁর নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ কোর্টের কলেজিয়াম। সূত্রের খবর, সেই সুপারিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
Continues below advertisement
Tags :
Pushpa Ganediwala Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Nagpur Mumbai Abp Ananda Supreme Court