ভিসেরা রিপোর্টেও মেলেনি বিষজাতীয় কিছুই! মৃত্যুর ১০০ দিনের মাথায় তদন্ত ঠিক এই জায়গায় দাঁড়িয়ে
কীভাবে মৃত্যু সুশান্ত সিং রাজপুতের? মৃত্যুর ১০০ দিন পরেও অজানা রহস্য। তদন্তে ফের মুম্বই যাচ্ছে সিবিআই-র তদন্তকারী দল। অভিনেতার ভিসারা রিপোর্টেও মেলেনি বিষ জাতীয় কিছুই, খবর এইমস সূত্রে।
সুশান্ত সিং রাজপুত কি আত্মহত্যা করেছেন?
সুশান্তকে কি খুন করা হয়েছে?
না কি সুশান্তকে কেউ আত্মহত্যায় প্ররোচনা যুগিয়েছেন?
সুশান্তের ১৫ কোটি টাকা কি রিয়া আত্মসাৎ করেছেন?
অভিনেতার মৃত্যুর ১০০ দিন পরও এই ৪টি মূল প্রশ্নের এখনও কোনও উত্তর নেই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI কিংবা ED-র কাছে! আর সূত্রের দাবি, এই প্রেক্ষাপটেই সামনে এসেছে সুশান্তের প্রাথমিক ভিসেরা রিপোর্ট! যা থেকে সুশান্তের আত্মহত্যার সম্ভাবনাই জোরাল হচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা।
AIIMS সূত্রে খবর, সুশান্তের ভিসেরা পরীক্ষা করা দেখা গেছে, তার শরীরে বিষজাতীয় কিছুই মেলেনি! কিছু রাসায়নিকের নমুনা পাওয়া গেলেও, তা মূলত ওষুধজনিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা!