Suvendu Adhikari Resigns: 'পদত্যাগ করতে বিধায়ককে সশরীরে বিধানসভায় স্পিকারের সামনে উপস্থিত হতে হয়', বলছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী

Continues below advertisement
শুভেন্দুর পদত্যাগপত্র রিসিভ সেকশনে জমা পড়েছে। পাশাপাশি ই-মেল করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। অধ্যক্ষ জানিয়েছেন আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। এই প্রসঙ্গে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, 'বিধায়ককে ইস্তফা দিতে হলে, সশরীরে উপস্থিত হয়ে সহস্তে ইস্তফাপত্র লিখে অধ্যক্ষর কাছে জমা দেবেন। অর্থাৎ যিনি বিধায়ক নিজে উপস্থিত হয়ে নিজের হাতে পদত্যাগপত্র লিখে অধ্যক্ষকে জমা দেবেন, অধ্যক্ষ সেটা গ্রহণ করবেন' তিনি বলেন, এবার কোনও কারণে স্পিকার বিধানসভায় অনুপস্থিত থাকলে বিধানসভার সচিবের কাছে সেই পত্র জমা পড়বে। তারপর সেটা প্রেরণ করা হবে স্পিকারের কাছে। এরপর স্পিকার সেই বিধায়কের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। এদিন জানান বিশ্বনাথ চক্রবর্তী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram