আগামীকাল সকাল ১০টায় এনসিবি দফতরে হাজিরা দীপিকার, সাড়ে ১০টায় যাবেন সারা- শ্রদ্ধা, প্রয়োজনে তলব কর্ণ জোহরকেও
বলিউডের ড্রাগ-যোগের তদন্তে কাল দীপিকার হাজিরা। আগামীকাল সকাল ১০ টায় এনসিবি দফতরে দীপিকার হাজিরা। সকাল ১০.৩০ মিনিটে এনসিবি দফতরে শ্রদ্ধা-সারার হাজিরা। ড্রাগ-যোগের তদন্তে প্রয়োজনে তলব কর্ণ জোহরকেও, দাবি সূত্রের। করিশ্মা প্রকাশের মুখোমুখি বসানো হতে পারে দীপিকাকে। দীপিকা-করিশ্মা প্রকাশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ, দাবি সূত্রের। ‘জিজ্ঞাসাবাদে দীপিকার সঙ্গে চ্যাটের কথা কবুল করিশ্মার। চ্যাটের কথা মানলেও ড্রাগ নেওয়ার কথা অস্বীকার। দীপিকা খুব স্বাস্থ্য সচেতন, কখনও ড্রাগ নেননি, এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে দাবি করিশ্মার। এমনটাই দাবি সূত্রের। ধর্মা প্রোডাকশনের ইপি ক্ষিতিজের বাড়িতে মাদকের হদিশ, দাবি সূত্রের। ক্ষিতিজ ছাড়াও অনুপম চোপড়াকেও এনসিবির জিজ্ঞাসাবাদ।
Tags :
Sraddha Kapoor Bollywood Drug Probe Sara Ali Khan Abp Ananda Deepika Padukone Sushant Singh Rajput