গোয়ালতোড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার: সিপিএম-কে নিশানা সৌগতর, ‘দশ বছর গোয়েন্দারা কোথায় ছিল?’ পাল্টা সুজন
Continues below advertisement
গোয়ালতোড়ে মাটি খুঁড়ে প্রচুর বন্দুকের হদিশ| জেসিবি দিয়ে মাটি খুঁড়ে ৩০টি বন্দুকের হদিশ| মাটি খুঁড়ে বিদ্যুতের তার, টিনের কৌটোরও হদিশ মিলেছে| কম্বলে মুড়ে প্লাষ্টিক দিয়ে রাখা ছিল বন্দুক| কারা বন্দুক রেখেছিল তদন্তে গোয়ালতোড় থানার পুলিশ| সিপিএম-এর পক্ষেই রাখা সম্ভব! কঙ্কালকাণ্ডের প্রসঙ্গ তুলে বন্দুক উদ্ধারে সরাসরি সিপিএমকেই দায়ী করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়| 'দশ বছর ধরে তৃণমূল কী করছিল? পুলিশ তো ওঠে বসে মুখ্যমন্ত্রীর কথায়| এইরকম অসভ্যের মতো কথা যেন ওঁরা আর না বলেন| এনাফ ইজ এনাফ' ক্ষুব্ধ প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর|
Continues below advertisement