করোনা : বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
Continues below advertisement
করোনা ও লকডাউন পরিস্থিতির জেরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হল। বলা হচ্ছে, ভারতে এটাই সবচেয়ে বড় অনাবাসীদের ফেরানোর অভিযান। ১২টি দেশ থেকে ১৪ হাজার ৮০০ জন ভারতীয়কে ফেরানো হবে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতীয়দের ফেরানোর জন্য কেরলের কোচি থেকে একটি বিমান রওনা হয়েছে। মলদ্বীপ থেকে নৌবাহিনীর জাহাজে ফেরানো হচ্ছে ওই দেশে আটকে পড়া ভারতীয়দের।
Continues below advertisement
Tags :
Airplane Indians Stuck For Corona Indians In Foreign Abp Ananda India Navy Coronavirus Covid-19