উত্তরপ্রদেশে ভাঙল বুয়া-ভাতিজা জোট, 'সমাজবাদী পার্টিকে হারাতে প্রয়োজনে বিজেপিকে ভোট', ঘোষণা মায়াবতীর
Continues below advertisement
উত্তরপ্রদেশে ভাঙল ‘বুয়া-ভাতিজা’ জোট। ‘সমাজবাদী পার্টিকে হারাতে প্রয়োজনে বিজেপিকে ভোট। লখনউ গেস্টহাউস-কাণ্ড মামলা প্রত্যাহার বড় ভুল ছিল।’ সমাজবাদী পার্টির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা মায়াবতীর। ‘এর পরেও কি কিছু বাকি থাকে?’ মায়াবতীর বক্তব্যের ভিডিও পোস্ট করে কটাক্ষ প্রিয়ঙ্কা গাঁধীর। ৩ নভেম্বর উত্তরপ্রদেশে ৭টি বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচনের পর উত্তরপ্রদেশে বিধান পরিষদের ভোট।
Continues below advertisement