ফটাফট : এনসিবির মুখোমুখি দীপিকা-শ্রদ্ধা-সারা ও সঙ্গে অন্য খবর এক নজরে
Continues below advertisement
১। দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ ৫ এনসিবি আধিকারিকের। ড্রাগ চ্যাটের কথা কবুল করেও মাদক নেওয়ার কথা অস্বীকার মস্তানির। বসানো হল ম্যানেজার করিশ্মার মুখোমুখি।
২। শ্যুটিংয়ে ড্রাগ নিতেন সুশান্ত, দেখেছেন তাঁরা। এনসিবি-র কাছে দাবি সারা-শ্রদ্ধার। মাদক নেওয়ার কথা অস্বীকার দুই নায়িকার। প্রশ্নোত্তর চলাকালীন ঘাবড়েও যান সেফ-কন্যা, খবর সূত্রের।
৩। রাত থেকেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে আইনি প্রস্তুতি দীপিকার। নির্দিষ্ট সময়ের চেয়ে এনসিবি দফতরে বিলম্বে এলেন সারা-শ্রদ্ধা। আইনি পরামর্শেই দেরী, খবর সূত্রের।
৪। কৃষি বিলের প্রতিবাদে উত্তাল পঞ্জাব। অমৃতসরে রেল রোকো। চলবে মঙ্গলবার পর্যন্ত। বাতিল ১৪ জোড়া ট্রেন। উত্তর ২৪ পরগনা থেকে মালদা, জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ।
২। শ্যুটিংয়ে ড্রাগ নিতেন সুশান্ত, দেখেছেন তাঁরা। এনসিবি-র কাছে দাবি সারা-শ্রদ্ধার। মাদক নেওয়ার কথা অস্বীকার দুই নায়িকার। প্রশ্নোত্তর চলাকালীন ঘাবড়েও যান সেফ-কন্যা, খবর সূত্রের।
৩। রাত থেকেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে আইনি প্রস্তুতি দীপিকার। নির্দিষ্ট সময়ের চেয়ে এনসিবি দফতরে বিলম্বে এলেন সারা-শ্রদ্ধা। আইনি পরামর্শেই দেরী, খবর সূত্রের।
৪। কৃষি বিলের প্রতিবাদে উত্তাল পঞ্জাব। অমৃতসরে রেল রোকো। চলবে মঙ্গলবার পর্যন্ত। বাতিল ১৪ জোড়া ট্রেন। উত্তর ২৪ পরগনা থেকে মালদা, জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ।
Continues below advertisement
Tags :
Rakul Preet Sara Ali Khan SHRADDHA KAPOOR Abp Ananda Deepika Padukone Sushant Singh Rajput NCB