সেনসেক্স পড়ল প্রায় ৩ হাজার পয়েন্ট, 'শেয়ার বাজার কিছুদিন বন্ধ রাখলে ভাল', মত অর্থনীতিবিদ অভিরূপ সরকারের
Continues below advertisement
সপ্তাহের শুরুতেই ধস শেয়ারবাজারে। সেনসেক্স পড়ল প্রায় ৩ হাজার পয়েন্ট। ৮৪২ পয়েন্ট পড়ল নিফটি। ধস রুখতে ৪৫ মিনিট বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের মতে, যতদিন না পরিস্থিতির উন্নতি হবে, ততদিন এই করোনা-আতঙ্ক মানুষকে আচ্ছন্ন করে রাখবে। তাঁর মতে, আপাতত কয়েকদিন শেয়ার বাজার বন্ধ রাখলেই ভালো হতো।
Continues below advertisement