ইভটিজারদের তাড়া, উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত আমেরিকায় গবেষণারত ছাত্রী
Continues below advertisement
মার্কিন মুলুকে গবেষণারত ছাত্রীর উত্তরপ্রদেশের বুলন্দশহরে পথ দুর্ঘটনায় মৃত্যু। ইভটিজাররা ধাওয়া করায় দুর্ঘটনা, দাবি মৃতের পরিবারের। সুদীক্ষা নামে ওই ছাত্রী আমেরিকায় গবেষণারত। করোনা আবহে দেশে ফেরেন তিনি। পরিবারের দাবি, ২০ অগাস্ট মার্কিন মুলুকে ফিরে যাওয়ার আগে কাকার স্কুটার চড়ে বুলন্দশহরের মামারবাড়িতে যাচ্ছিলেন ওই পড়ুয়া। পরিবারের অভিযোগ, রাস্তায় মোটরবাইক নিয়ে ধাওয়া করে ইভটিজাররা। ইমার্জেন্সি ব্রেক কষে বাইক নিয়ে আড়াআড়িভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে পরে দুই যুবক। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ইভটিজারদের বাইকে ধাক্কা মারে ছাত্রীর কাকার স্কুটার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর।
Continues below advertisement
Tags :
Girl Died ABP News Live Bengali ABP Ananda LIVE Eve Teasing UP Accident Uttar-Pradesh Abp Ananda