ভাইরাল ভিডিও: মধ্যপ্রদেশে বিশ্ব হিন্দু পরিষদ নেতাকে গুলি করে গাড়ি থেকে নামিয়ে, পিটিয়ে খুন
Continues below advertisement
মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদে বিশ্ব হিন্দু পরিষদ নেতাকে গুলি করে গাড়ি থেকে নামিয়ে, পিটিয়ে খুন। ভাইরাল ভিডিও। তবে এবিপি আনন্দ ভিডিও-র সত্যতা যাচাই করেনি। ছবিতে দেখা যায়, মুখে কাপড় বেঁধে ৭-৮ জন দুষ্কৃতী হামলা চালায়।প্রথমে গুলি করে গাড়ি থেকে নামানো হয় বিশ্ব হিন্দু পরিষদ নেতা রবি বিশ্বকর্মাকে।এরপর তাঁকে পিটিয়ে মারা হয়। হামলা চলাকালীন পালিয়ে যান গাড়ি চালক ও বিশ্ব হিন্দু পরিষদ নেতার সঙ্গী। পুরনো শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ৯ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। তিনটি দল গঠন করে তদন্ত নেমেছে পুলিশ।
Continues below advertisement
Tags :
VHP Leader Shot Dead MP Murder Madhya Pradesh Political Leader Murder Viral Video MP Murder Abp Ananda