জাঁকিয়ে শীত, কাঁপছে দিল্লি সহ উত্তর ভারত, কলকাতায় পারদ ঊর্ধ্বমুখী

Continues below advertisement

জাঁকিয়ে শীত থাকলেও, সামান্য ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। উত্তরবঙ্গে ঘন কুয়াশা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবেই বছরের শুরুতে উষ্ণ শীতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে। ২ জানুয়ারি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তবে এখন, বছর শেষে রাজ্যে ভালই ঠান্ডা।

কনকনে শীতে কাঁপছে উত্তর ভারত। দিল্লি এবং উত্তরভারতের বেশ কিছু জায়গায় চলছে শৈত্যপ্রবাহ। রাজধানীতে পারদ নেমেছে ২ দশমিক ৭ ডিগ্রিতে। ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে ৩টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।নর্দার্ন রেলওয়ের ৩০টি ট্রেন দেরিতে চলছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram