দেশের জন্য তুমি যা করেছ, প্রত্যেকের হৃদয়ে লেখা থাকবে, ধোনিকে বার্তা বিরাটের
Continues below advertisement
স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এই প্রসঙ্গে বিরাট কোহলির ট্যুইট, "প্রত্যেক ক্রিকেটারকেই একদিন না একদিন তার সফর শেষ করতে হয়। দেশের জন্যে তুমি যা করেছ, তা প্রত্যেকের হৃদয়ে চিরকাল লেখা থাকবে। তোমার থেকে যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি, তা সারাজীবন মনে রাখব। বিশ্ব যার কৃতিত্ব দেখেছে, আমি সেই ব্যক্তিকে দেখেছি।"
Continues below advertisement
Tags :
Raina Retired Dhoni Retrired Mahi ABP Live International Cricket Mahendra Singh Dhoni Suresh Raina Abp Ananda Virat Kohli IPL