কঙ্গনা ড্রাগ আসক্তির কথা স্বীকার করেছেন, তবু কেন ডাকছে না এনসিবি? প্রশ্ন ছুড়লেন কংগ্রেস নেত্রী নাগমা

Continues below advertisement
ড্রাগ-তদন্তে শনিবার এনসিবির মুখোমুখি হবেন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে গোয়া থেকে মুম্বই ফেরেন তিনি। এদিনই গোয়া থেকে মুম্বই ফেরেন সারা আলি খান। হায়দরাবাদ থেকে মুম্বই আসেন রকুলপ্রীত সিং-ও। তিনজনকেই সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুক্রবার অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ এনসিবির সামনে হাজির হবেন। আর শনিবার হাজির হবেন ত্রিমুর্তি! দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, ও শ্রদ্ধা কাপূর। আর এই প্রেক্ষাপটে অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী নাগমার প্রশ্ন, হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে অভিনেত্রীদের ডাকা হচ্ছে। কিন্তু, যে কঙ্গনা রানাউত নিজে প্রকাশ্যে ড্রাগ আসক্তির কথা স্বীকার করেছেন, তাঁকে কেন ডাকছে না এনসিবি? এনসিবি-র কাজ কি প্রয়োজনমতো তথ্য ফাঁস করে, জনপ্রিয় অভিনেত্রীদের হেনস্থা করা?
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram