জাফরাবাদ বিক্ষোভ: মৌজপুরে পাথরবৃষ্টি, আহত ১, বিজেপির নেতৃত্বে পাল্টা অবস্থান, বন্ধ ৩টি মেট্রো স্টেশন
Continues below advertisement
ট্রাম্প ভারতে আসার আগে সিএএ-র বিরোধিতায় ফের উত্তপ্ত রাজধানী। দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী বিক্ষোভ। জাফরাবাদের কাছে মৌজপুরে পাথরবৃষ্টি। আহত ১। পাল্টা রাস্তা অবরোধ তুলতে বিজেপি নেতা কপিল মিশ্রের নেতৃত্বে অবস্থান। উত্তেজনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে মৌজপুর ও বাবরপুর মেট্রো স্টেশন। আগেই বন্ধ করে দেওয়া হয়েছে জাফরপুর মেট্রো স্টেশন।
Continues below advertisement
Tags :
Zafrabad Agitation Zafrabad Protest Delhi Anti Caa Protest Shaheen Bagh Anti-CAA Rally Abp Ananda Anti CAA Protest Delhi