Jairam Ramesh on NEET Contrversy: 'যোগাসন করে পালাতে পারবেন না প্রধানমন্ত্রী', আক্রমণ জয়রামের।

Continues below advertisement

Dharmendra Pradhan: নিটকাণ্ডে (NEET Scam) নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল, দাবি অখিলেশের। গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের। নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকন্দর, দাবি অখিলেশের। কোটায় থেকে ছেলে নিট-এর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন অখিলেশ। 'রাজ্যের ক্ষেত্রে দুর্নীতি হলে বলা হচ্ছে সিআইডি (CID) বিশ্বাসযোগ্য নয়, তাহলে কেন্দ্র সিবিআইকে ডাকলে তা কীভাবে নিরপেক্ষ হয়?', প্রশ্ন ব্রাত্য বসুর (Bratya Basu)। পাল্টা সুকান্ত। 'যোগ দিবসে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগাসন করতে গিয়ে ফিরতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে'। 'পড়ুয়াদের কালো পতাকা দেখে ফিরতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে'। 'যোগাসন করে পালাতে পারবেন না প্রধানমন্ত্রী'। 'পরীক্ষা পে চর্চা করেন প্রধানমন্ত্রী, কিন্তু নিট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন'। সংসদে নিট নিয়ে বিস্তারিত বিতর্ক হওয়া উচিত, মত কংগ্রেস নেতা জয়রাম রমেশের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram