NEET Exam: ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র। ABP Ananda Live
ABP Ananda LIVE: নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র, খবর সূত্রের। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য, খবর সূত্রের। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। NET-এর প্রশ্ন ফাঁস প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মুখে শোনা গেছে টেলিগ্রাম অ্য়াপ এবং ডার্ক ওয়েবের কথা। অপরাধ সংগঠিত করার জন্য় কেন মাফিয়ার অস্ত্র এই টেলিগ্রাম অ্য়াপ? কেন ডার্ক ওয়েব হয়ে উঠেছে অপরাধ জগতের অংশ? শুনে নেব, কী বলছেন বিশেষজ্ঞরা। নিটের মতোই লক্ষ লক্ষ টাকায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বিক্রি ইউজিসি-নেটের প্রশ্নও! পরীক্ষার আগের রাতে বাড়িতে বসেই প্রশ্ন পেয়ে গিয়েছিলেন একাংশ। তদন্তে চাঞ্চল্যকর তথ্য। পড়ুয়া অনুরাগের পর পরীক্ষার্থীর বাবা অখিলেশ। নিটের প্রশ্ন ও উত্তরপত্র পেতে অভিযুক্ত সিকন্দরের সঙ্গে ৪০ লক্ষ টাকায় ডিল। জেরায় স্বীকার নিট পরীক্ষার্থীর বাবার। ABP Ananda Live