NEET Exam: প্রশ্ন ফাঁসের ভয়ঙ্কর তথ্য! পরীক্ষা মাফিয়ার ফোন চিকিৎসককে, কী কথা হয়েছে?
Continues below advertisement
রবিবার ডাক্তারির NEET-PG-র পরীক্ষা। তার আগে, সরকারি হাসপাতালের চিকিৎসক সুমন বিশ্বাসের দাবি, পঁয়ষট্টি লক্ষ টাকা দিলে MD-তে ভর্তি করিয়ে দেওয়া হবে বলে, তাঁর কাছে অজানা নম্বর থেকে ফোন এসেছিল! চিকিৎসকের আশঙ্কা, ফোনটি কোনও প্রতারকের হতে পারে, বা কোনও পরীক্ষা-মাফিয়ারও হতে পারে। ডাক্তারির অভিন্ন প্রবেশিকা NEET-এ কারচুপি এবং দুর্নীতির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ, এরই মধ্য়ে রবিবার ডাক্তারির স্নাতকোত্তর অর্থাৎ MD-MS-এর পরীক্ষা। আর সেই পরীক্ষার ক্ষেত্রেও কি সক্রিয় পরীক্ষা মাফিয়া চক্র? লিলুয়ার একটি সরকারি হাসপাতালের চিকিৎসক সুমন বিশ্বাসের চাঞ্চল্য়কর অভিযোগ ঘিরে উঠছে এই প্রশ্ন। তাঁর দাবি ৬৫ লক্ষ টাকা দিলেই মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে তাঁর কাছে সম্প্রতি ফোন আসে।
Continues below advertisement