Neet Controversy: 'সচিব হোক কিংবা আপ্তসহায়ক, ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক', বললেন তেজস্বী

Continues below advertisement

ABP Ananda LIVE: নিট-দুর্নীতিতে(Neet Controversy) অভিযুক্তের সঙ্গে তেজস্বী যাদবের(Tejashwi Yadav) সচিবের যোগাযোগ । গতকাল বিস্ফোরক অভিযোগ করেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় সিন্হা Vijay Kumar Sinha ) । আজ পাল্টা জবাব আরজেডি নেতা তেজস্বী যাদবের ।'কেন্দ্রে ও রাজ্যে তো তাঁদের সরকার রয়েছে '। 'সচিব হোক কিংবা আপ্তসহায়ক, ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক'। 'আমরা তো প্রথম থেকেই তদন্তের কথা বলে আসছি'। দুর্নীতির মাথাদের বাঁচাতে এখন এসব বলা হচ্ছে, পাল্টা তেজস্বী।

নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে। সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে'। তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী। বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন। বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram