NEET Paper Leak: NEET UG-র পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ, গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার
NEET UG-র পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ। এই আবহে, বিশিষ্ট চিকিৎসক, যাঁদের চিকিৎসার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিকস্তরে পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের একাংশের অভিমত, আমাদের দেশে প্রচলিত ডাক্তারি পরীক্ষা-ব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিকস্তরের ডাক্তারির পরীক্ষার ফারাক বিস্তর।
কেউ চিকিৎসক হতে চান, কেউ ইতিমধ্য়েই চিকিৎসক, আরও পড়াশোনা করে, আরও পরীক্ষা দিয়ে, আরও ডিগ্রি অর্জন করতে চান। আর এই মেধাবী ছাত্র-ছাত্রীদের জীবন নিয়েই কি ছিনিমিনি খেলা হচ্ছে? কীভাবে এ ধরণের সর্বভারতীয় পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ উঠতে পারে? স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়া নিশ্চিত করাটা কি কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্য়ে পড়েনা? কীভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে পারে? প্রথিতযশা চিকিৎসক যাঁরা, চিকিৎসার পাশাপাশি চিকিৎসকদের পরীক্ষার সঙ্গেও যুক্ত, তাঁরা বলছেন, ভারতে প্রচলিত ডাক্তারি পরীক্ষা ব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিকস্তরের ডাক্তারি পরীক্ষায় বিস্তর তফাত রয়েছে।