NEET Controversy: নিটকাণ্ডে নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি।

Continues below advertisement

NEET Scam: নিটকাণ্ডে (NEET Scam) নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল, দাবি অখিলেশের। গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের। নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকন্দর, দাবি অখিলেশের। কোটায় থেকে ছেলে নিট-এর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন অখিলেশ। 'রাজ্যের ক্ষেত্রে দুর্নীতি হলে বলা হচ্ছে সিআইডি (CID) বিশ্বাসযোগ্য নয়, তাহলে কেন্দ্র সিবিআইকে ডাকলে তা কীভাবে নিরপেক্ষ হয়?', প্রশ্ন ব্রাত্য বসুর (Bratya Basu)। পাল্টা সুকান্ত। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে UGC-NET বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই UGC-NET বাতিল। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই ইউজিসির নেট বাতিল। NTA-র নেওয়া পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নতুন করে নেওয়া হবে UGC-NET, জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। NTA-রই নেওয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ঘিরেও প্রশ্ন।  কী বললেন সুকান্ত মজুমদার? ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram