CBI On NEET Scam: কীভাবে নিটের প্রশ্ন ফাঁস? তদন্তকারীদের নজরে হাজারিবাগের স্কুল

Continues below advertisement

CBI On NEET Scam: কীভাবে নিটের প্রশ্ন ফাঁস? সূত্রের খোঁজে এবার তদন্তকারীদের নজরে হাজারিবাগের একটি স্কুল। পোড়া প্রশ্নপত্র থেকেই হাজারিবাগের ওয়েসিস স্কুলের হদিশ। মেডিক্যালে সর্বভারতীয় এন্ট্রান্সের জাল ছড়িয়ে রাজস্থানেও? রাজস্থানে ৩টি মামলা দায়ের করে তদন্তে সিবিআই । NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে লাতুর থেকে ২ শিক্ষক গ্রেফতার । ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা। NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে তদন্তে গোধরা, পাটনায় CBI কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু তদন্ত হয়েছে। সূত্র মারফত খবর, সব অভিযোগের তদন্ত করতে হবে, CBI-কে নির্দেশ শিক্ষামন্ত্রকের: সূত্র। পরীক্ষা পরিচালনা ও ষড়যন্ত্রে যুক্ত সরকারি কর্মীদের ভূমিকাও দেখার নির্দেশ। নেটের তদন্তে নেমে উত্তরপ্রদেশের এক নিট পরীক্ষার্থীকে সিবিআই জিজ্ঞাসাবাদ । 'শরীর খারাপ বলে কোটা থেকে লখনউ ফিরেছিলেন ওই পরীক্ষার্থী'। প্রথম দফায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের দিল্লিতে সিবিআই তলব: সূত্র। 'প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়তেই মোবাইল ফোন থেকে অ্যাপ ডিলিট'। টেলিগ্রাম অ্যাপে প্রশ্ন ফাঁস, ৯টি ফোন বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে: সূত্র। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram