Nepal News: রক্সৌল সীমান্তের ওপারে বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা, গুলি করে জেল ভাঙা আটকাল নেপাল সেনা
ABP Ananda Live: নেপাল জুড়ে অশান্তির আগুন, রক্সৌল সীমান্তে নতুন উদ্বেগ । রক্সৌল সীমান্তের ওপারে বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা। গুলি করে বীরগঞ্জে জেল ভাঙা আটকাল নেপাল সেনা । গুলিবিদ্ধ ৩ বন্দি, নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
নেপালের আঁচ ভারতে। বন্ধ বিহারের রক্সৌল সীমান্ত। ওপারে নেপালের বীরগঞ্জ। সকাল থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পর্যটকরা। কেউ হেঁটে, কেউ বাসে, কেউ আবার ঘোড়ার গাড়ি করে ভাড়া করে দেশে ফিরে আসছেন। ভারতের দিক থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না। আপাতত ছেদ পড়েছে ভারত - নেপাল বাণিজ্যতেও। এই পরিস্থিতিতে যাঁরা দেশে ফিরছেন, তাঁরাও আতঙ্কের ঘোর কাটাতে পারছেন না। অগ্নিগর্ভ নেপালে কারও কারও অভিজ্ঞতা ভয়াবহ। কাজের সূত্রে নেপালে যাতায়াত করেন বাংলার অনেকেরই। কিন্তু এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে হবে ভাবেননি। নেপালে উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে গিয়েছিলেন কলকাতার ৩ বাসিন্দা। অফিসের কাজে দিন সাতেক আগে নেপালে যান সায়েন্স সিটির বাসিন্দা দিলীপ মণ্ডল, বউবাজারের বাসিন্দা কৃষ্ণপ্রসাদঅধিকারী এবং বেহালার বাসিন্দা পরেশ মল্লিক।