KD Singh: রাজ্যসভার প্রাক্তন সদস্য কে ডি সিংহের বিরুদ্ধে নতুন মামলা দায়ের CBI-এর

Continues below advertisement

New Case filed on  KD Singh: রাজ্যসভার প্রাক্তন সদস্য কে ডি সিংহের বিরুদ্ধে নতুন মামলা। রাজ্য সভার প্রাক্তন সদস্য কে ডি সিংহ এবং আরও ৭জনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের সিবিআই-এর। উত্তরপ্রদেশের ভাদোহিতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের। সিবিআই-এর নজরে কে ডি সিংহের দুটি সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড এবং অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেড। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ CBI-তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন না বিধাননগর পুরসভার মেয়র পারিষদ ও তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। সূত্রের খবর, আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন দেবরাজ। CBI-কে লেখা চিঠিতে উল্লেখ, ১ জুন ভোট। তার আগে নির্বাচন সংক্রান্ত ব্যস্ততার জন্য আজ হাজিরা দিতে পারছেন না, ভোটের ফল ঘোষণার পর তাঁকে ডাকা হোক বলে CBI-কে লেখা চিঠিতে জানিয়েছেন দেবরাজ চক্রবর্তী। এর আগে CBI দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। সূত্রের খবর, তাঁর কাছে কয়েকটি তথ্যের ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সেই ব্যাখ্যা না মেলায়, দেবরাজকে ফের তলব করা হয় বলে CBI সূত্রে খবর। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram