Newtown Encounter: এনকাউন্টারে মৃত পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লারের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে জল্পনা
নিউটাউনে (Newtown) এনকাউন্টারে মৃত পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লারের (Jaipal Bhullar) দেহের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে জল্পনা। একই রিপোর্টের এক জায়গায় লেখা ভুল্লারের শরীরে ২২টি আঘাতের চিহ্ন রয়েছে, অন্য জায়গায় উল্লেখ করা হয়েছে তার উপর কোন শারীরিক অত্যাচার হয়নি। দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট দেখে প্রশ্ন তুলেছে মৃত ভুল্লারের পরিবার। প্রসঙ্গত, নিউটাউনে মৃত জয়পাল ভুল্লারের প্রথম ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট ছিল না তার পরিবার। এরপর মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের নির্দেশ পঞ্জাব হাইকোর্টের। চণ্ডীগড়ে পিজিআই হাসপাতালে হয় ময়নাতদন্ত। গুলির লড়াই নয়, জয়পালকে এনকাউন্টারে খুনের অভিযোগ তোলেন বাবা। গত ৯ জুন নিউটাউনের সাপুরজি আবাসনে স্পেশাল অপারেশন শুরু করে বিধাননগর পুলিশের এসটিএফ। সেখানে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় পঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী জয়পাল ভুল্লারের।