GST: জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ GST চাপলে চলবে কী করে? প্রশ্ন সাধারণ মানুষের
ABP Ananda LIVE: বাজারে গেলেই লাগছে ছেঁকা। কারণ, নিত্যপ্রয়োজনীয় জিনিস অগ্নিমূল্য। তার ওপর দিন দিন বাড়ছে চিকিৎসার খরচ। এই পরিস্থিতিতে, জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে মোটা অঙ্কের জিএসটি গুণতে হলে চলবে কী করে? প্রশ্ন সাধারণ মানুষের।
এবিপি আনন্দের খবরের জের। অ্যাম্বুল্যান্সে করেই বাড়ি ফিরল নবজাতক ও মা। কাটোয়ায় জলজমা রাস্তায় ৩ দিনের সদ্যোজাত এবং তার মাকে নামিয়ে দিয়েছিল অ্যাম্বুল্যান্স। এবিপি আনন্দের তরফে ঘটনাটি জানানো হয় কাটোয়া হাসপাতালের সুপারকে। যোগাযোগ করা হয় নতুন অ্যাম্বুল্যান্সের সঙ্গেও, যাতে দ্রুত ওই মা এবং শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। এরপরেই তৎপর হয় কাটোয়া হাসপাতাল। দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছয় ওই মা এবং নবজাতকের কাছে। শেষ পর্যন্ত সুস্থভাবে অ্যাম্বুল্যান্সে চড়েই বাড়িতে পৌঁছে গিয়েছেন মা ও তাঁর ৩ দিনের শিশু। কাটোয়া হাসপাতালের সুপার জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স চালককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হবে। প্রয়োজনীয় মিটিং করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। অন্যদিকে ইতিমধ্যেই অ্যাম্বুল্যান্সের যিনি মালিক, মাতৃযানের টেন্ডার নিয়েছিলেন, তাঁকেও শোকজ করা হয়েছে।