Nizam Palace: চার নেতার গ্রেফতারিতে নিজাম প্যালেসের বাইরে প্রতিবাদ, গ্রেফতার ৪

Continues below advertisement

নারদা-মামলায় (Nizam Palace) গ্রেফতার রাজ্যের ৪ হেভিওয়েট নেতা। এই ঘটনায় সিবিআই-এর দফতর নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখান অসংখ্য তৃণমূল (TMC) কর্মী-সমর্থক। এর পরই মামলা রুজু করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। এই বিক্ষোভকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। খিদিরপুর (Kidderpore) থেকে ৩ জন, বেনিয়াপুকুর (Beniapukur) থেকে গ্রেফতার ১।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram