Amartya Sen: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন | Bangla News

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে, বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশাকে তিনি কতটা কাজে লাগাতে পারবেন, তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সেই সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, লোকসভা ভোটে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তৃণমূলের পাশাপাশি, সমাজবাদী পার্টি এবং ডিএমকে-র ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ২০২৪-র লোকসভা ভোটে বিজেপি একাই দৌড়বে, এমনটা ভাবা ঠিক নয়। আগামী লোকসভা ভোটে আঞ্চলিকদলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ওঁর মতো এত অভিজ্ঞ, বিদ্বান মানুষের কথা মানে আদেশ, এবিপি আনন্দকে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram