Siliguri News: রবিন হুডের ভাবধারাকে পাথেয় করে নিরন্নর মুখে অন্ন তুলে দিলেন রবিন হুড আর্মিরা
ABP Ananda Live: রবিন হুড কে? তা হয়তো জানা নেই শিলিগুড়ির গুলমা চা বাগানে রাবার লাইনের বাসিন্দাদের। কিন্তু, সেই রবিন হুড আর্মির জন্যই বুধবার হাসি ফুটল তাঁদের মুখে। চাল, ডাল, আটা থেকে শিশুদের জন্য গুড়ো দুধ - এদিন তাঁদের হাতে তুলে দেওয়া হয়, রবিনহুড আর্মির তরফে।
আরও খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তাড়া পড়ুয়াদের ABP Ananda Live: ভাগ সন্দীপ ভাগ! না, এই স্লোগান এখনও অবধি কেউ তোলেননি। তবে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভের মুখে, এই সন্দীপ ঘোষ কেমন দৌড় দিয়েছিলেন, সেই ছবি দেখিয়েছিল এবিপি আনন্দই। সময়টা ছিল দু'হাজার একুশ সালের অক্টোবর। হস্টেল কমিটিতে সমস্যা, স্বজনপোষণের অভিযোগ-সহ বিভিন্ন বিষয় নিয়ে, আন্দোলন-অনশন চলছিল এই আর জি কর মেডিক্য়াল কলেজেই। ক্ষোভ ছিল মূলত তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর পদত্যাগের দাবিতে ঘরের সামনে অবস্থানে বসেন পড়ুয়ারা।