North Bengal Weather Update: বৃষ্টি-বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে প্রায় ১২০০ পর্যটক

Continues below advertisement

ABP Ananda LIVE: বৃষ্টি-বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে প্রায় ১২০০ পর্যটক। এদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নামায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়া পর্যটকদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারের জন্য বায়ুসেনার কাছে অনুরোধ জানিয়েছে সিকিম সরকার। আবহাওয়ার উন্নতি হলেই শুরু হবে উদ্ধারকাজ।

ভোট (loksabhaelection 2024) পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 'মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কী চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক ? মুখ্যমন্ত্রী বলে দিক বিজেপি কর্মীরা ওনার বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে। আক্রান্ত বিজেপি (BJP News) কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছে না। রাজ্যপালকে (CV Ananda Bose) গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে। গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার', বললেন সুকান্ত মজুমদার। রাজ্যে ভোটের পর একের পর এক হিংসার খবর। পরিস্থিতি খতিয়ে রাজ্যে আসছে বিজেপির ৪ সাংসদের কেন্দ্রীয় টিম। টিমে আছেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পাতিদার। বসিরহাটে তৃণমূল ()TMC News) কর্মীকে গুলি, অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত শাসক কর্মীকে নিয়ে আসা হল আরজি করে। অস্ত্রোপচার করে বার করা হল গুলি। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram